Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
g2p System For Bhata 2019
Details
 
 
এতদ্বারা ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল ভাতাভোগী (বয়স্ক) ভাতা পেয়ে থাকেন, আপনাদের আগামী ০৭ অক্টোবর ২০১৯ তারিখ রোজ: সোমবার সকাল ৯ঘটিকা হতে উপরোক্ত তারিখ মোতাবেক ০২নং বীরশ্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সকল তথ্য অনলাইন G2P(এমআইএস) অন্তর্ভুক্তি করা হবে। তাই আপনারা স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্ধারিত তারিখ মোতাবেক এমআইএস এ নাম অন্তর্ভুক্তি করার জন্য অনুরোধ করা হইল।
 
যে সকল কাগজ সাথে আনবেনঃ-
১। জাতীয় পরিচয়পত্র (NID)
২। মোবাইল নাম্বার।
৩। ভাতার বই।
৪। নমীনির জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ।
 
(বিঃদ্র)এমআইএস এ নাম অন্তর্ভুক্ত না হলে উক্ত ভাতাভোগীর ভাতা প্রদান করা হবে না।
যোগাযোগঃ-
এম খায়রুর ইসলাম
০১৭০৯-৩৮১৮০৫
প্রয়োজনেঃ-স্ব-স্ব মেম্বার সাহেবদের সাথে যোগাযোগ করতে পারেন।
Attachments
Image
Publish Date
06/10/2019
Archieve Date
05/08/2020