এতদ্বারা ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল ভাতাভোগী (বয়স্ক) ভাতা পেয়ে থাকেন, আপনাদের আগামী ০৭ অক্টোবর ২০১৯ তারিখ রোজ: সোমবার সকাল ৯ঘটিকা হতে উপরোক্ত তারিখ মোতাবেক ০২নং বীরশ্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সকল তথ্য অনলাইন G2P(এমআইএস) অন্তর্ভুক্তি করা হবে। তাই আপনারা স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্ধারিত তারিখ মোতাবেক এমআইএস এ নাম অন্তর্ভুক্তি করার জন্য অনুরোধ করা হইল।
যে সকল কাগজ সাথে আনবেনঃ-
১। জাতীয় পরিচয়পত্র (NID)
২। মোবাইল নাম্বার।
৩। ভাতার বই।
৪। নমীনির জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ।
(বিঃদ্র)এমআইএস এ নাম অন্তর্ভুক্ত না হলে উক্ত ভাতাভোগীর ভাতা প্রদান করা হবে না।
যোগাযোগঃ-
এম খায়রুর ইসলাম
০১৭০৯-৩৮১৮০৫
প্রয়োজনেঃ-স্ব-স্ব মেম্বার সাহেবদের সাথে যোগাযোগ করতে পারেন।